ভুটানকেও উড়িয়ে দিয়েছে রাশিয়ার মেয়েরা

ঢাকায় চলমান সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ইউরোপের দল রাশিয়া যে টপ ফেভারিট, তা তারা প্রমাণ করেছিল প্রথম ম্যাচে বাংলাদেশের জালে তিন গোল দিয়ে।

শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে রুশ মেয়েরা আরও বিধ্বংসী হয়ে উঠেছিলেন ভুটানের বিপক্ষে। পাহাড়ি দেশটিকে ৯-১ গোলে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নেয় প্রথমবারের মতো সাফে খেলতে আসা রাশিয়ান কিশোরীরা।

আরও পড়ুন: চূড়ান্ত দলে এলিটা, সিলেটেই লাল-সবুজ জার্সিতে অভিষেক?

প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়েছিল রাশিয়া। বিজয়ী দলের আনাস্তাসিয়া চেরোনাসোভা হ্যাটট্রিক করেছেন। জোড়া গোল করেন এসেনিয়া কাদিন্তসেভা। একটি করে গোল করেন এলেনা গোলিক, আনাস্তাসিয়া কারাতায়েভা, সোফিয়া গোলোভিনা এবং পলিনা বোগদানোভা। রাশিয়ার কিরা নাইমোভা ৪৯ মিনিটে আত্মঘাতী গোল করলে পরাজয়ের ব্যবধান কমে ভুটানের।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

দ্বিতীয় জয়ে রাশিয়া ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেছে। অন্যদিকে তিন ম্যাচ খেলে সবকটিই হারলো ভুটান। এ হারে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেলো। আগের দুই ম্যাচে তারা হেরেছিল বাংলাদেশের কাছে ৮-১ এবং নেপালের কাছে ৫-০ গোলে।

ভুটানের পরের ম্যাচ রোববার ভারতের বিরুদ্ধে। আর রাশিয়ার পরের ম্যাচ একইদিন নেপালের বিরুদ্ধে।

আরআই/জেডএইচ/



https://ift.tt/acD6HyM
from jagonews24.com | rss Feed https://ift.tt/fhs8NY4
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url