অখ্যাত রায়হানের ৬ উইকেট, প্রথম জয় লেপার্ডের

 

১২ দলের লিগে ১১ ক্লাবই অন্তত দুটি করে ম্যাচ জিতেছে। তবে একদমই জয়ের দেখা পাচ্ছিল না ঢাকা লেপার্ডস। অবশেষে আজ প্রিমিয়ার লিগের নতুন দলটিও পেল বহুল কাঙ্খিত জয়ের দেখা।

মঙ্গলবার বিকেএসপি ৪ নম্বর মাঠে কাগজে কলমের শ্রেয়তর দল সাইনপুকুরকে ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়ে অদেখা জয়ের দেখা পেলো ঢাকা লেপার্ডস।

বাঁ-হাতি স্পিনার রায়হানউদ্দীনের দুর্দান্ত বোলিংয়ে সাইনপুকুরের বিপক্ষে দারুন জয় পেয়েছে ঢাকা লেপার্ডস। মাত্র ৬টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে আজ লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের সেরা বোলিং স্পেলটি উপহার দিয়েছেন কুষ্টিয়ার ৩১ বছর বয়সী এ বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার।

তিনি৩০ রানে ৬ উইকেটের পতন ঘটালে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায় সাইনপুকুর। ঢাকা লেপার্ডসের ২২২ রানের মাঝারি পুঁজিও তখন যথেষ্ঠ বলে প্রমাণিত হয়।

সমান ৯ খেলায় সাইনপুকুর হারলো সপ্তম বারের মত। এদিন আরও জয় পেয়েছে গাজী গ্রুপ। মঙ্গলবার শেরে বাংলা স্টেডিয়ামে সিটি ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ। আকবর আলীর গাজী গ্রুপের জয় ও পয়েন্ট দুই’ই মোহামেডানের সমান (৪ জয় ও পরিত্যক্ত ম্যাচে ১ পয়েন্ট সহ মোট সংগ্রহ ৯)।

ঢাকা লেপার্ডস: ২২২/১০, ৫০ ওভার (পিনাক ঘোষ ৬৬, জেম ২৪, সাব্বির হোসেন ৫৬, মইন খান ৩৪, ফরহাদ রেজা ৩/৪৭, হাসান মুরাদ ২/২৬, জিসান আলম ২/৪৪)।

সাইনপুকুর: ১৪৬/১০, ৩৮.২ ওভার (অমিত হাসান ৩৪, শবনম শর্মা ২৩, গাজী মোহাম্মদ ৪৯, সাজ্জাদুল হক রিপন ১১; রায়হানউদ্দীন ৬/৩০, সালাউদ্দীন শাকিল ও মইন খান একটি করে উইকেট।)

ফল: ঢাকা লেপার্ডস ৭৬ রানে জয়ী।

সিটি ক্লাব: ২১৪/১০, ৫০ ওভার (মইনুল ৩৭, মাজ আহমেদ ২৫, আসিফ আহমেদ রাতুল ৬০, আব্দুল্লাহ আল মামুন ৪৭; সুমন খান ৪/৫০, এনামুল হক ২/২৮, টিপু সুলতান ২/৪৮, কাজী অনিক ১/৪৫)।

গাজী গ্রুপ: ২১৫/৫, ৪৭ ওভার (মেহেদি মারুফ ৬৬, হাবিবুর রহমান সুমন ২১, ফরহাদ হোসেন ৪৮, আকবর আলী ৫০, টি রবি তেজা ১৮*, ইরফান হোসেন ২/২৮)।

ফল: গাজী গ্রুপ ৫ উইকেটে জয়ী।

এআরবি/আইএইচএস/এমআরএম



https://ift.tt/IpDMNa9
from jagonews24.com | rss Feed https://ift.tt/tpLj70o
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url