কারাবন্দি নেতাকর্মীদের বাসায় রুমিন

দলের কারাবন্দি নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে দুয়ারে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কারাবন্দি আশরাফউদ্দিন চৌধুরী অপুর বাসায় যান তিনি। এ সময় রুমিন ফারহানা অপুর পরিবারের খোঁজ নেন এবং তার মামলার জন্য যথাসম্ভব আইনগত সহায়তার প্রতিশ্রুতি দেন।

এ সময় রুমিন ফারহানার সঙ্গে আরও ছিলেন- ঢাকা মহানগর উওর বিএনপি দপ্তর সম্পাদক , আব্দুর রাজ্জাক, মহানগর উত্তর যুবদলের সদস্য সাখাওয়াত হোসেন সৈকত সদস্য, ৩৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ফেরদৌস আহমেদ সাইমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, এই ফ্যাসিসট সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এদের এবার শেষ সময়। জনগণকে সঙ্গে নিয়ে এ সরকারকে প্রতিরোধ করা হবে।

রোজার মধ্যেও বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় আটক করে কারাগারে পাঠানো হয়েছে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলার জন্য তীব্র প্রতিবাদ জানান।

কেএইচ/এসজে



https://ift.tt/2yFL58d
from jagonews24.com | rss Feed https://ift.tt/dq2rNLF
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url