ফরিদপুরে ভারতীয় নাগরিক আটক

ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে আগারওয়ালা (৪১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। তিনি ভারতের কলকাতার ধর্মতলার মারওয়ারিপট্টি এলাকার রামপ্রসাদ আগারওয়ালার ছেলে বলে জানিয়েছেন। বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

রোববার (২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাউতিপাড়া এলাকার একটি কালি মন্দিরের সামনে থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাউতিপাড়া এলাকায় একজন ভারতীয় নাগরিককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে স্থানীয়রা। পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ওই ভারতীয় নাগরিককে আটক করে থানায় নিয়ে যায়। এসময় তিনি বাংলাদেশে প্রবেশ করার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসাসহ বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড 

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে পুলিশ ওই ভারতীয় নাগরিককে আটক করে থানায় নিয়ে আসে। তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধভাবে পাসপোর্ট ও ভিসা ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

এ ঘটনায় নগরকান্দা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার।

এন কে বি নয়ন/এমএইচআর



https://ift.tt/FdYtEPv
from jagonews24.com | rss Feed https://ift.tt/CGMkSYB
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url