চিপস-বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশু অপহরণ, নারী আটক

ময়মনসিংহের ফুলপুরে দুই শিশুকে অপহরণের অভিযোগে জাহানারা বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার শিশু দুটিকে।

গ্রেফতার জাহানারা বেগম জেলার হালুয়াঘাটের জুগলি ইউনিয়নের ঘোষবেড় গ্রামের মৃত আবদুর রাজ্জাকের মেয়ে। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালের দিকে পৌর শহরের সাভার গোদারিয়া এলাকার হোসাইন মাহমুদের ছেলে ইউসুফ হোসেন নূর (৫) ও আরিফুর রহমানের মেয়ে আদিবা রহমান (৩) বাড়ির সামনে খেলা করছিল। খেলাধুলা করার সময় চিপস ও বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে অপহরণ করেন জাহানারা বেগম। শিশুদের খোঁজ না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে সহায়তা চান দুই শিশুর পরিবারের লোকজন। শিশু দুটিকে অপহরণের বিষয়টি এলাকাতেও ছড়িয়ে পড়ে।

পরে পুলিশ উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রাম থেকে শিশু দুটিকে উদ্ধার করে। এসময় আটক করা হয় জাহানারা বেগমকে।

ওসি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। জাহানারাকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

মঞ্জুরুল ইসলাম/এমএইচআর



https://ift.tt/zbWurxn
from jagonews24.com | rss Feed https://ift.tt/y4wZ5uk
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url