গুচ্ছে থাকছে ইসলামী বিশ্ববিদ্যালয়ও

একক প্রক্রিয়ায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশের তিনদিন পর প্রত্যাহার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও বিজ্ঞপ্তি সরিয়ে নেওয়া হয়েছে। রোববার (১৬ এপ্রিল) কেন্দ্রীয় ভর্তি কমিটির সভার সিদ্ধান্তে বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া সভায় এবারও গুচ্ছে অংশ নিয়ে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। এর আগে গত ১৩ এপ্রিল ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী নিজস্ব তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষার লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তিতেই থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

এদিকে, শনিবার রাতে রাষ্ট্রপতি ও আচার্যের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে সব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার জন্য ইউজিসিকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী, ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয়কে কোনো চিঠি দেওয়া না হলেও রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকরা রাষ্ট্রপতির নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে একক পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে আসেন।

আরও পড়ুন: অনলাইন আবেদন ১৮-৩০ এপ্রিল, পরীক্ষা শুরু ২০ মে 

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলাম আলাদা পরীক্ষা নেওয়ার। যেন দেরি না হয়, সেজন্য সিন্ডিকেটে অনুমোদনের পর বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল। কিন্তু মহামান্য রাষ্ট্রপতির থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। সেটার প্রতি সম্মান জানিয়েই বিজ্ঞপ্তিটা তুলে নেওয়া হয়েছে। আসলে মহামান্য রাষ্ট্রপতি যখন কিছু বলেন তখন অন্য কিছু আর এক্সিস্ট করে না। তার প্রতি সম্মান জানিয়েই মেনে নিলাম। এ বছর আমাদের গুচ্ছে অংশ নিয়েই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। গুচ্ছ নিয়ে কোনো সমস্যা হলে শুধু আমরা নয় অন্যরাও এটা সিদ্ধান্ত নেবে, সেটা পরে দেখা যাবে। এই মুহূর্তে আমাদের এই প্রজ্ঞাপনের বাইরে যাওয়ার সুযোগ নেই।

রুমি নোমান/জেএইচ



https://ift.tt/ZbNtP6r
from jagonews24.com | rss Feed https://ift.tt/KcqkdZU
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url