২০২৪ সালের নির্বাচনে তিনশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবেন মোদি

ধৃমল দও, কলকাতা

বছর ঘুরলেই ২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচন। ওই নির্বাচনে কেন্দ্রে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলেছে মোদি সরকার। এমনটিই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণেশ্বর কালীমন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের অমিত শাহ বলেন, ‌‘পশ্চিমবঙ্গে আগামী ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তিনশোর বেশি আসন নিয়ে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। আর কেবল পশ্চিমবঙ্গ থেকেই বিজেপি ৩৫টির বেশি আসনে জিতবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আজ বীরভূম জেলায় গিয়ে মানুষের যে উৎসাহ দেখেছি, তাতে আমার মনে হয়েছে আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আর কোনো সন্দেহ নেই।’

কালীমন্দিরে এসে কালী মায়ের কাছে পূজা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে তিনি বলেন, ‘কালী মায়ের কাছে প্রার্থনা করলাম এ জগতের সবার কল্যাণ হোক। পশ্চিমবঙ্গের মানুষ যাতে সুখে-শান্তিতে থাকে। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে। সব ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণভাবে বাংলার মানুষ পালন করতে পারে। হিংসা বা সন্ত্রাসের মুখোমুখি যেন হতে না হয়।’

এর আগে সকালে রাজ্যের বীরভূম জেলার সিউড়িতে একটি জনসভায় উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সিউড়ির সভা থেকে তিনি বলেন, ‘মমতা দিদি, আপনি স্বপ্ন দেখুন আপনার পর আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হবে। কিন্তু আমি বলে যাচ্ছি, এরপর বিজেপির নেতাই মুখ্যমন্ত্রী হবেন।’

সফরে অমিত শাহর সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

ভারতীয় জনতা পার্টির নারী কর্মীরা উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানান। স্বরাষ্ট্রমন্ত্রীকে সমর্থন জানাতে প্রচুর ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভিড় জমিয়েছিলেন মন্দির চত্বরে। তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান নেতাকর্মীরা।

এসআর

 



https://ift.tt/3kEytpw
from jagonews24.com | rss Feed https://ift.tt/WjolDO1
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url