এক লাখ ৭২ হাজার টাকা নিয়েও গান গাইতে যাননি নোবেল

শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ-২০১৬ এর প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট এক লাখ ৭৫ হাজার টাকার চুক্তি হয়। পরে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টেসহ এক লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন নোবেল।

অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে মঙ্গলবার (১৬ মে) রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয়।

মামলার অভিযোগে এসব কথা উল্লেখ করেছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১৬ এর প্রতিনিধি সাফায়েত ইসলাম।

আদালত মামলার এজাহার গ্রহণ করেছেন। বিষয়টি তদন্ত করে ৯ জুলাই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শুক্রবার (১৯ মে) মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেএ/এসআর

 



https://ift.tt/zX879Sf
from jagonews24.com | rss Feed https://ift.tt/yBHbLfM
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url