লিচু খেয়ে বালিকা মাদরাসার ৬ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

রাতের খাবারের পর লিচু খেয়ে শুয়ে পড়ে বালিকা মাদরাসার ৬ শিক্ষার্থী। সকালে পেটের পিড়া শুরু হয়। তড়িঘড়ি করে তাদের ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

চিকিৎসক জানিয়েছেন, বালিকারা শঙ্কামুক্ত। তবে তাদের হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকালে দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার শিমুলতলী (গড়েরপাড়) দারুস সালাম সালাফিয়া বালিকা মাদরাসায় ঘটে এই ঘটনা।

অসুস্থ ওই ছয় শিশু শিক্ষার্থী বালিকা মাদরাসাটির ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। দারুস সালাম সালাফিয়া বালিকা মাদরাসার পরিচালক আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদরাসাটির পরিচালক আবু তাহের বলেন, রাতে লিচু খাওয়ার প্রতিক্রিয়ায় আজ সকালে আবাসিকের ৬ শিশু পেট ব্যথা ও মাথা ঘোরানো উপসর্গে আক্রান্ত হয়। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান বলেন, ছয়জন শিশু লিচু থেকে সৃষ্ট প্রতিক্রিয়ায় আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত হলেও হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মো. মাহাবুর রহমান/এমএইচআর



https://ift.tt/fxdYo6P
from jagonews24.com | rss Feed https://ift.tt/rduAhF9
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url