সরকার অশুভ উদ্দেশ্যে বানোয়াট মামলা দিচ্ছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সরকার অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দিচ্ছে। আদালতকে দিয়ে জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাগারে পাঠাতে বেপরোয়া হয়ে উঠেছে।

তিনি বলেছেন, সেটিরই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এই জুলুম বন্ধ করতে হবে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশে সুশাসন নেই। বিচারকরা আইন অনুসরণ করে বিচারকার্য পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন বলেই বিরোধী দলীয় নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। সারাদেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি বলেন, অবিলম্বে মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।

কেএইচ/এমএইচআর



https://ift.tt/XIs0NgV
from jagonews24.com | rss Feed https://ift.tt/gnSq0RA
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url