ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

রাজধানী কিয়েভ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলের পর ইউক্রেনের প্রধান বন্দর নগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াকের বরাদ দিয়ে শনিবার (২৩ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমেক জানিয়েছেন— রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু। নিহতদের মধ্যে তিন মাস বয়সী শিশুও রয়েছে।

ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি প্রথম হামলা করে রাশিয়া। এরপর থেকে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এছাড়া বন্দর নগর মারিউপোলে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। মারিউপোলকে বলতে গেলে ধ্বংসস্তুপে পরিণত করেছে তারা।

এমএএইচ/



from jagonews24.com | rss Feed https://ift.tt/FMbI4zg
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url