রাজশাহীতে গ্রাম্য চিকিৎসককে গলাকেটে হত্যা

রাজশাহীর চারঘাটে আব্দুল মান্নান (৭০) নামে এক গ্রাম্য চিকিৎসকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল মান্নান ওই গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে।

শুক্রবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি এলাকার কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল লতিফ।

পরিবারের বরাত দিয়ে তিনি জাগো নিউজকে বলেন, আব্দুল মান্নান শুক্রবার বিকেলে ইফতারি নিয়ে নিজের পাট ক্ষেতে কাজ করতে যান। সন্ধ্যার পরও কাজ শেষ করে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন।

পরে রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন পাট ক্ষেতের পাশের কলা বাগানে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। এসময় স্বজনেরা তার মরদেহ শনাক্ত করেন। পরে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য সাবদুল ইসলাম জানান, আব্দুল মান্নান পেশায় একজন গ্রাম্য চিকিৎসক। শলুয়া ইউনিয়নের মালেকার মোড়ে তার ওষুধের দোকান রয়েছে।

ওসি (তদন্ত) আব্দুল লতিফ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

ফয়সাল আহমেদ/জেডএইচ/



from jagonews24.com | rss Feed https://ift.tt/y3YkcGl
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url