লখনৌকে নিচে নামিয়ে দুইয়ে উঠে গেলো ব্যাঙ্গালুরু
ম্যাচ শুরুর আগে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ছিল পয়েন্ট তালিকার চার নম্বরে, লখনৌ সুপার জায়ান্টস তিনে। ব্যাঙ্গালুরুর জয়ে পাল্টে গেলো চিত্র। লখনৌ নেমে গেছে চারে, ব্যাঙ্গালুরু উঠে এসেছে দুই নম্বরে।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আইপিএলের লড়াইয়ে লোকেশ রাহুলের লখনৌকে ১৮ রানে হারিয়েছে ফ্যাফ ডু প্লেসিস-বিরাট কোহলিদের দল ব্যাঙ্গালুরু।
১৮২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৬৩ রানেই থেমে যায় লখনৌ। ১০৮ রানের মধ্যে ৫ উইকেট হারানো দলটির শেষ দুই ওভারে দরকার ছিল ৩৪ রান।
মারমুখী চেহারায় হাজির মার্কাস স্টয়নিসকে (১৫ বলে ২৪) ১৮তম ওভারের দ্বিতীয় বলে জশ হ্যাজেলউড আউট করলে শেষ আশাটাও যেন শেষ হয়ে যায় লখনৌর।
শেষ ওভারে দরকার পড়ে ৩১ রান। হর্ষল প্যাটেলের ওভারে জেসন হোল্ডার দুই ছক্কা হাঁকালেও অসম্ভবকে সম্ভব করা হয়নি। ৯ বলে ১৬ করে আউট হন ক্যারিবীয় অলরাউন্ডার। ২৮ বলে ৪২ রান করা ক্রুনাল পান্ডিয়াই ছিলেন দলের সর্বোচ্চ ইনিংসের মালিক।
ব্যাঙ্গালুরুর অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজেলউড ৪ ওভারে ২৫ রান খরচায় নেন ৪টি উইকেট।
এর আগে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন ফ্যাফ ডু প্লেসি। তবে তার ৯৬ রানের ঝড়ো ইনিংসে ভর করেই ৬ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ব্যাঙ্গালুরু।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ব্যাঙ্গালুরু। ইনিংসের প্রথম ওভারে দুশমন্ত চামিরা পঞ্চম আর ষষ্ঠ বলে ফিরিয়ে দেন অনুজ রাওয়াত (৪) আর বিরাট কোহলিকে (০)। ব্যাঙ্গালুরুর বোর্ডে তখন মাত্র ৭ রান।
এরপর গ্লেন ম্যাক্সওয়েল ঝড় তুললেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ বলে ২৩ রান করে সাজঘরের পথ ধরেন অসি অলরাউন্ডার। সুয়াশ প্রভুদেশাই ৯ বলে করেন ১০। ৬২ রানে ৪ উইকেট হারায় ব্যাঙ্গালুরু।
সেখান থেকে শাহবাজ আহমেকে নিয়ে ৪৮ বলে ৭০ রানের জুটি ডু প্লেসির। ১৬তম ওভারে দলীয় ১৩২ রানের মাথায় শাহবাজ (২২ বলে ২৬) রানআউটের কবলে পড়লে ভাঙে এই জুটি।
তবে ফ্যাফ ডু প্লেসি একদম শেষ পর্যন্ত দলকে টেনে নিয়ে গেছেন। ইনিংসের এক বল বাকি থাকতে তিনি আউট হন সেঞ্চুরির দ্বারপ্রান্তে এসে। ৬৪ বলে ১১ বাউন্ডারি আর ২ ছক্কায় ৯৬ রান করে জেসন হোল্ডারের শিকার হন প্রোটিয়া এই তারকা।
লখনৌ বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন দুশমন্ত চামিরা আর জেসন হোল্ডার।
এমএমআর/এমআরএম
from jagonews24.com | rss Feed https://ift.tt/3BEki8O
via IFTTT