হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে ধান কাটার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- রবীন্দ্র দাস (৬০) ও টিপু দাস (২৩)।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামের পাশে দাভাঙ্গা হাওরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাভাঙ্গা হাওরে ধান কাটায় ব্যস্ত ছিলেন ৮-১০ জন। বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ আকাশে কালো মেঘ দেখতে পান তারা। এসময় সবাই হাওর থেকে নিরাপদ স্থানের দিকে ছোটেন। কিন্তু পথে ওই দুই শ্রমিক বজ্রপাতের কবলে পরে আহত হন। পরে তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে দুইজন ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন।

লিপসন আহমেদ/জেডএইচ/



from jagonews24.com | rss Feed https://ift.tt/tNmYT0W
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url