আবারও সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
মাত্র চারদিনের ব্যবধানে দেশের ইতিহাসে একদিনে আবারও সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (১৬ এপ্রিল) রাত ৯টা পর্যন্ত একদিনে সর্বোচ্চ ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। এ সময় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।
এর আগে গত ১২ এপ্রিল একদিনে সর্বোচ্চ ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল।
২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল মাত্র ৩ হাজার ২৬৮ মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমআইএস/এমকেআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/zek3OZg
via IFTTT