জমিজমার বিরোধে ভাতিজার হাতে চাচা খুন, আহত ২
যশোরের বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম মগর আলী (৫৫)। এসময় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মগর আলী কাগমারী গ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে কাগমারী গ্রামের আবুল হোসেনের দোকানের সামনে পাকা রাস্তার ওপর দুই ভাই আরব আলী (৬০) ও মগর আলীর মধ্যে ঝগড়া বাঁধে। এসময় মগর আলীকে মারধর করা হয়। বাড়িতে এসে দুই ছেলে হাসান আলী ও হোসেন আলী এবং নাতি ইয়াসিনকে ডেকে নিয়ে যান মগর আলী। পরে দুপক্ষের লোকজনের মধ্যে শুরু হয় মারমারি।
একপর্যায়ে আরব আলীর ছেলে হারুন (৪৫) এবং নাতি রুবেল (২৭) আলীর পেটে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। ঘটনাস্থলে হাসান আলী ও ইয়াসিন মারাত্মকভাবে আহত হন। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।
উপস্থিত জনতা তাদের উদ্ধার করে প্রথমে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জরুরিভাবে তাদের নেওয়া হয় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। হাসপাতালে ভর্তির পর মগর আলীর মারা যান।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা করা হলে অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
মো. জামাল হোসেন/এমকেআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/8zrWDac
via IFTTT