সবুজ ও ইন্টেলিজেন্ট বিশ্ব গড়তে নিরলস কাজ করছে হুয়াওয়ে

চীনের শেনঝেনে দুইদিনব্যাপী বার্ষিক গ্লোবাল অ্যানালিস্ট সামিটের ১৯তম আয়োজন শুরু করেছে হুয়াওয়ে। বুধবার (২৭ এপ্রিল) এ সামিট শুরু হয়।

প্রযুক্তি ও অর্থনীতি বিশ্লেষক, চিন্তাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে ভবিষ্যতে এই খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও হুয়াওয়ের উন্নয়ন কৌশল সম্পর্কে আলোচনা করতেই এ সামিটের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান কেন হু উদ্ভাবননির্ভর একটি সবুজ ও বুদ্ধিমান বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে হুয়াওয়ের বিভিন্ন উদ্যোগের ওপর আলোকপাত করে মূল বক্তব্য দেন।

হু বলেন, আমরা উদ্ভাবনের ওপর আরও গুরুত্বারোপ করবো। পুরো খাতকে ডিজিটাল ও ইন্টেলিজেন্ট করে এমন একটি বিশ্ব গড়তে সহায়তা করবো যেখানে কার্বন নিঃসরণ অনেকটাই হ্রাস পাবে।

এ সময় হু প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়নে তিনটি মূল উদ্যোগ নিয়ে আলোচনা করেন। উদ্যোগ তিনটি হলো- নিরলস উদ্ভাবনের মাধ্যমে খাতের অগ্রগতি, ডিজিটাল রূপান্তরের মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করা ও কম-কার্বন নিঃসরণে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পাওয়ার সাপ্লাইয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।

তিনি বলেন, কানেক্টিভিটির ক্ষেত্রে এ খাতকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে হুয়াওয়ে। হুয়াওয়ে ৫.৫জি ও এফ৫.৫জি’র সাহায্যে সর্বত্র ১০ জিবিপিএস সক্ষমতার সংযোগ নিশ্চিত করবে। ওয়্যারলেস ও ফিক্সড নেটওয়ার্কের ক্ষেত্রে এটিই হবে পরবর্তী বিবর্তন। এই প্রযুক্তি দিয়ে আরও বিস্তৃত নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে ও বাসায় নিরবিচ্ছিন্ন সংযোগ পাওয়া যাবে।

হুয়াওয়ে এর ক্লাউডের মাধ্যমে অবকাঠামো, প্রযুক্তি ও দক্ষতাকে ক্লাউড-ভিত্তিক সেবায় পরিণত করার লক্ষ্য নিয়ে এবং বিভিন্ন খাতের গ্রাহকদের জন্য ক্লাউড মাইগ্রেশন সহজ করতে কাজ করে যাচ্ছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে আরও বলা হয়, ক্লাউড সেবার অংশ হিসেবে হুয়াওয়ে মেটা স্টুডিও তৈরি করছে, যা একটি ক্লাউড-ভিত্তিক, এন্ড-টু-এন্ড ডিজিটাল কনটেন্ট পাইপলাইন। এর সাহায্যে কনটেন্ট প্রোডাকশন পদ্ধতি আরও ত্বরান্বিত হবে।

এছাড়া হুয়াওয়ে নবায়নযোগ্য শক্তির উৎপাদন বাড়াতে এআই ক্লাউড ও অন্যান্য ক্ষমতাসহ পিভি খাতকে নতুন করে সংজ্ঞায়িত করছে। হুয়াওয়ে ওয়্যারলেস বেস স্টেশন ও ডেটা সেন্টারগুলোকে কেন্দ্র করে সবুজ আইসিটি অবকাঠামোর জন্য সিস্টেম-লেভেল নিম্ন-কার্বন সমাধান বিকাশ করছে।

হুয়াওয়ে গ্লোবাল অ্যানালিস্ট সামিট প্রথমবারের মতো ২০০৪ সালে আয়োজন করা হয়।

এইচএস/এমপি



from jagonews24.com | rss Feed https://ift.tt/6IvZs5p
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url