‘শান’সহ ঈদের সব সিনেমা দেখতে বললেন সিয়াম

ঢাকাই সিনেমার সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটির তৃতীয় সিনেমা ‘শান’ ঈদে মুক্তি পেতে যাচ্ছে। বুধবার (২৭ এপ্রিল) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর হলরুমে ছবির মুক্তি উপলক্ষে এক প্রেস মিটিংয়ের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন অভিনেতা সিয়াম আহমেদ, নাদের চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, পরিচালক এম রাহিম, চিত্রনাট্য ও সংলাপ লেখক আজাদ খান ও নাজিম উদ দৌলা, প্রযোজক ওয়াহিদুর রহমান ও আজিজুর রহমানসহ অনেক।

‘শান’ সিনেমার পরিচালক এম রাহিম বলেন, আমরা আরও দুবার সিনেমাটি মুক্তি দিতে চেয়েছি। কিন্তু করোনার কারণে পারিনি। অবশেষে এই ঈদে ‘শান’ মুক্তি দিতে যাচ্ছি। আশা করছি দর্শক সিয়াম ও পূজাকে নতুনভাবে দেখবে।

অনলাইনে যুক্ত হয়ে পূজা চেরী বলেন, শান সিনেমা নিয়ে আগে যা প্রত্যাশা ছিল বর্তমানে এর আরও বেশি প্রত্যাশা তৈরি হয়েছে। কারণ এটি এখন ঈদের ছবি। আশা করছি এই সিনেমাটি দেখতে দর্শক হলে যাবে। দর্শক যা প্রত্যাশা করে এই সিনেমাটি সেই রকমের সিনেমা।

তিনি আরও বলেন, গলুই ও শান সিনেমায় আমার দুইটা আলাদা চরিত্র। শান সিনেমার মধ্যে স্মার্ট একটা মেয়ে। আবার গলুই সিনেমায় গ্রামীণ একটা মেয়ে। দর্শক দুইটা ফ্লেভার আলাদা আলাদা ভাবে পাবে৷

সিয়াম বলেন, শান সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি ভালো একটা গল্প আছে তাই। আর এই সিনেমার পরিচালকের সঙ্গে আমার ভালো সম্পর্ক। একটা অনেকদিনের বোঝাপড়া আছে।

তিনি আরও বলেন, শান সিনেমাটা পরিবারে সবাই মিলে দেখতে পারার মতো সিনেমা। আর বর্তমান সময়ে সিনেমার একটি চ্যালেঞ্জিং সময় যাচ্ছে। তাই শুধু এই সিনেমা না, এই ঈদে আরও যেসব সিনেমা মুক্তি পাবে সবগুলো সিনেমা সবাইকে দেখার আহ্বান করছি।

সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লেখক আজাদ খান বলেন, আমি পুলিশে কাজ করি। সেভাবে আপনাদের সঙ্গে দেখা হয় না। কারো কারো সঙ্গে কথা হয়েছে। সবাই ছবিটি ভালো বলছেন। দর্শকের আগ্রহও দেখতে পাচ্ছি। সারা পৃথিবীতে পুলিশ নিয়ে সিনেমা হচ্ছে। আমরা চেষ্টা করছি সেই রকম সিনেমা তৈরি করতে।

এমআই/এলএ/এমপি



from jagonews24.com | rss Feed https://ift.tt/riGS74t
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url