নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট চালু
প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার নিউমার্কেট এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার পর থেকে ইন্টারনেট সেবা চালুর নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল অপারেটর সূত্র জানিয়েছে, সকাল থেকে দিনভর ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সরকারি নির্দেশনায় বিকেল সোয়া ৪টার পর ওই এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। রাত পৌঁনে নয়টা থেকে সেখানে দ্রুতগতির ইন্টারনেট ফিরতে শুরু করে।
গতকাল রাত ১২টার দিকে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। রাত আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে। আজ সকাল সাড়ে ১০টার দিকে আবার সংঘর্ষ শুরু হয়ে বিকেল পর্যন্ত সংঘর্ষ চলে। ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি থমথমে।
দেশে চারটি মোবাইল অপারেটরের মধ্যে দুটি অপারেটর সূত্রে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার বিষয়টি জানা যায়। এসময় ইন্টারনেটের কম গতির কারণে বেগ পেতে হয় গণমাধ্যমকর্মীদের।
নাহিদ সাব্বির/এমআরএম
from jagonews24.com | rss Feed https://ift.tt/J8EesqO
via IFTTT