পিরোজপুরে ১০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী বন্দর থেকে অবৈধভাবে মজুত করা প্রায় সাড়ে ১০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে অভিযান পরিচালনা করে তেল জব্দ করা হয়।

এ সময় অবৈধভাবে তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে বন্দরের চার ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন।

বন্দরের এমএম ট্রেডার্সে অভিযান চালিয়ে ওই দোকানের গোডাউনে থাকা ৩৭ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়। পরে ট্রেডার্সের মালিক সুশিল কুমার মন্ডলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পিরোজপুরে ১০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

একই বন্দরের আশা ট্রেডার্সে অভিযান চালিয়ে ১৪ ব্যারেল সয়াবিন তেল জব্দ করে প্রশাসন। পরে আশা ট্রেডার্সের মালিক মতিউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বন্দরের অরুল শীলকে চার হাজার টাকা ও বিজয় মন্ডলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন বলেন, গোপন সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ভোজ্যতেল মজুত করে সাধারণ মানুষকে জিম্মি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এসআর/জেআইএম



https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/in-20220512212914.jpg
from jagonews24.com | rss Feed https://www.jagonews24.com/country/news/761131
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url