নৌবিহারে গিয়ে জামিন বাতিল হওয়া শাল্লার সেই মনিরের ফের জামিন

একাত্তরে সংঘটিত হত্যা-গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিনের শর্ত ভঙ্গ করে নৌবিহারে গিয়ে জামিন বাতিল হওয়া জোবায়ের মনিরের (৬২) ফের জামিন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।

এবার অসুস্থতার কারণে ঢাকায় থেকে চিকিৎসা করানোসহ বেশ কয়েকটি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। একই মামলার অপর এক আসামিকেও জামিন দেওয়া হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর অ্যাডভোকেট রেজিয়া সুলতানা চমন।

বৃহস্পতিবার (১২মে) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার এবং বিচারপতি কে এম হাফিজুল আলম।

আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে আইনজীবী ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম শাহীন।

এ বিষয়ে প্রসিকিউটর বলেন, শর্ত সাপেক্ষে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি তাকে জামিন দিয়েছিলেন ট্রাইব্যুনাল। কিন্তু জামিনের শর্ত না মেনে তিনি সুনামগঞ্জে গিয়েছিলেন। সেখানে দলবল নিয়ে নৌবিহার করেন। এসব কারণে ২০২০ সালের ৯ আগস্ট তার জামিন বাতিল করেন ট্রাইব্যুনাল।

ওই মামলায় আজ তিনি ফের জামিন পেয়েছেন। তার সঙ্গে আরও একজন আসামিকে জামিন দেওয়া হয়েছে।

এদিকে মোহাম্মদ জুবায়ের হোসেন মনিরসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। আগামী ২২ জুন এই মামলায় ওপেনিং স্টেটমেন্ট ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ২০১৬ সালে জোবায়ের মনিরসহ অপরাধে সম্পৃক্তদের বিরুদ্ধে চারটি অভিযোগ জমা দেওয়া হয়।

এফএইচ/এমএইচআর/জেআইএম



https://ift.tt/X0jS6yW
from jagonews24.com | rss Feed https://www.jagonews24.com/law-courts/news/761130
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url