দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে ব্যর্থ রণভীর সিং!

বলিউডে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো যেন একের পর এক ব্যর্থতার মিছিল ডেকেছে। প্রথমে কঙ্গনার ‘ধাকড়’ এবং আয়ুষ্মান খোরানার ‘অনেক’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

এবার তাদের পথ অনুসরণ করেছেন বলিউড অভিনেতা রণভীর সিং। ১৩ মে মুক্তি পায় তার সিনেমা ‘জয়েশভাই জোর্দার’। বহুল আলোচিত এ সিনেমাটি পারেনি ভক্তদের মন জয় করতে।

প্রথমদিনে সিনেমাটি আয় করেছে তিন কোটি রুপি। শুরুর দিকে ভালো আয় হলেও ধীরে ধীরে বক্স অফিসে দাপট কমে আসে। রণভীরের সিনেমাটি আশাহত করে নির্মাতাদের। মুক্তির দুই সপ্তাহে সিনেমাটি আয় করেছে মাত্র ১৫ কোটি রুপি।

প্রিয় অভিনেতার ছবি এমনভাবে হতাশ করবে তা ভাবেননি ভক্তরা। সিনেমাটি শুরুর দিকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েও ধারাবাহিকভাবে দর্শকদের আকৃষ্ট করতে পারেনি।

এরইমধ্যে ‘জয়েশভাই জর্দার’ বেশিরভাগ হল থেকেই নেমে গেছে। কিছু জায়গায় এখনও সিনেমাটি চলছে। তবে দর্শক সাড়া খুব কম।

বাণিজ্য পূর্বাভাস বলে, সিনেমাটি এভাবে চলতে থাকলে লোকসান থেকে মুক্তি মিলবে না।

এলএ/কেএসআর



https://ift.tt/9fVimpH
from jagonews24.com | rss Feed https://ift.tt/0tdjbzo
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url