চিরনিদ্রায় শায়িত ফায়ার ফাইটার শাকিল

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুনে নিহত ফায়ারম্যান শাকিল তরফদারের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যা ৭টায় খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে সুখদাড়ায় নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপ-পরিচালক সালেহ উদ্দিন নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

জানা যায়, বিকেলে শাকিলের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে একনজর দেখার জন্য ভিড় করেন হাজার হাজার মানুষ। এসময় কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা।

এর আগে বেলা সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে শাকিলের জানাজা হয়। জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি খুলনায়।

পরিবারের পক্ষ থেকে শাকিলের বড় ভাই মনিরুজ্জামান ও তার চাচা আবুল কালাম মরদেহ নিতে আসেন।

এসময় মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘আমরা তিন ভাই। পরিবারের সবার ছোট শাকিল। তার মৃত্যুর সংবাদ শুনে বাবা-মা পাগলের মতো প্রলাপ বকছে। কীভাবে এই শোক তারা কাটিয়ে ওঠবে তা জানি না। ওতো সবার ছোট, সবাই ওকে আদর করতো।’

আলমগীর হান্নান/আরএডি



https://ift.tt/TBEAuve
from jagonews24.com | rss Feed https://ift.tt/cjNhX8f
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url