চট্টগ্রাম মেডিকেলে নার্সদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসানের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছেন নার্সরা।

মঙ্গলবার (৭ জুন) রাত সাড়ে ১০টায় হাসপাতাল পরিচালকের সঙ্গে বৈঠক শেষে নার্সরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত থাকা স্টাফ নার্সদের নেতা সাইফুল ইসলাম ।

তিনি বলেন, হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করবেন। কমিটির রিপোর্টের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে তারা বিক্ষোভ প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন।

এর আগে, এদিন বিকেলে নার্সদের ওপর হামলার ঘটনায় এ বিক্ষোভ শুরু হয়। এসময় তারা ‘বিচার চাই, বিচার চাই’ বলে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা জানান, হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের একজন জ্যেষ্ঠ নার্সকে মারধর করেন চমেকের পঞ্চম বর্ষের এক শিক্ষার্থী। এরপর আরও কয়েকজন শিক্ষার্থী এসে পাঁচজন নার্সকে মারধর করেন। এর প্রতিবাদে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন তারা।

ওই ওয়ার্ডটিতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহত ৮-৯ জন রোগী চিকিৎসাধীন। এছাড়া হাসপাতালের বার্ন ইউনিটের নার্সরাও অংশ নেন বিক্ষোভে।

ইকবাল হোসেন/আরএডি



https://ift.tt/TBEAuve
from jagonews24.com | rss Feed https://ift.tt/ZxiPbFp
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url