‘বঙ্গবন্ধুর দর্শন আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে হবে’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধর্মনিরপেক্ষ মানবতা ও বিশ্বশান্তির দর্শন আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, বঙ্গবন্ধু সময়োপযোগী উদার রাজনৈতি দর্শনের ধারক ও বাহক ছিলেন। বঙ্গবন্ধুর উদার রাজনৈতিক দর্শন শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বের জন্য সমান প্রয়োজনীয়।

সোমবার (১৭ জুলাই) বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমরা যে গতানুগতিক গণতন্ত্র দেখি, বঙ্গবন্ধু তেমনটা দেখতেন না। বঙ্গবন্ধু বলেছিলেন তিনি শোষকের গণতন্ত্র নয় বরং শোষিতের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। তিনি চেয়েছিলেন গণতন্ত্র থাকবে তবে শোষকের গণতন্ত্রকে রহিত করবেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন রাষ্ট্র ধর্মহীন হবে না। তবে ধর্মকে ব্যবহার করে কেউ কম সুবিধা পাবেন এমন হতে দেবেন না। ভারতে এত বছর পর বর্তমান সরকার ধর্ম ভিত্তিক রাজনীতি শুরু করেছে। শুধু মুসলমানরা নয়, অন্যান্য ধর্মের লোকেরাও ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার করছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় উস্কানিমূলক কথা বলেছিলেন। এগুলো আমাদের উদার করছে না, এগিয়ে নিয়ে যাচ্ছে না। বাস্তবে এসব আমাদের পিছিয়ে দিচ্ছে।

বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শোষিতের পক্ষ নিয়ে রাজনীতি করতেন। জনগণ যেন স্বাধীনভাবে নিজেদের নেতা নির্বাচিত করতে পারে সেজন্য তিনি নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। যেন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা যাতে জনগণকে শোষণ করতে না পারে।

আল-সাদী ভূঁইয়া/কেএসআর



https://ift.tt/qSf2Q1t
from jagonews24.com | rss Feed https://ift.tt/8wDrpvE
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url