পল্টনে বাস ভাঙচুরের সময় বাম গণতান্ত্রিক জোটের চারজন আটক

জ্বালানি তেল ও গণপরিবহনের ভাড়া বাড়ার প্রতিবাদে ডাকা হরতালের রাতে একটি যাত্রীবাহী মিনিবাস ভাঙচুরের সময় বাম গণতান্ত্রিক জোটের চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা বুধবার (২৪ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পল্টন মোড়ে বাস ভাংচুর করছিলেন বলে জানায় পুলিশ।

প্রাথমিকভাবে তাদের নাম জানায়নি পুলিশ। রাতে আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন মিয়া।

jagonews

তিনি বলেন, আজ রাত পৌনে ১১টার দিকে পল্টন মোড়ে একটি যাত্রীবাহী মিনিবাস ভাঙচুরের সময় বাম গণতান্ত্রিক জোটের চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জ্বালানি তেল ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ আগস্ট) অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (২৪ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকার বর্তমান সংকটে মানুষকে বাঁচাতে দায়িত্বশীল আচরণ না করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে চলেছে। সম্প্রতি চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রভাবে মানুষের জীবন অতিষ্ঠ।

তিনি আরও বলেন, আমরা মনে করি, সরকারের এসব সিদ্ধান্তের বিরুদ্ধে এখনই রুখে না দাঁড়ালে মানুষের পকেট কাটার এ উৎসব চলতে থাকবে। মানুষ নিষ্পেষিত হতে থাকবে।

বাম জোটের সমন্বয়ক বলেন, এমন পরিস্থিতিতে দেশবাসীকে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজপথে থেকে অর্ধদিবস হরতাল সফল করার আহ্বান জানাচ্ছি। এরপরও সরকার দাম কমানোর পদক্ষেপ না নিলে আরও বড় ধরনের কর্মসূচির জন্য প্রস্তুতি নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও মরদেহ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান ও খাবার হোটেল হরতালের আওতার বাইরে থাকবে।

টিটি/এসএএইচ



https://ift.tt/yMIqu0s
from jagonews24.com | rss Feed https://ift.tt/LphfvTE
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url