ময়মনসিংহে দুই মাথা দুই পা বুক জোড়া লাগানো শিশুর জন্ম  

ময়মনসিংহে সিজারের মাধ্যমে বুক জোড়া লাগানো দুই মাথা-দুই পা-চার হাত বিশিষ্ট দুটি শিশুর জন্ম দিয়েছেন শেরপুর জেলার ২০ বছর বয়সী এক গৃহবধু। বুধবার (২৪ আগস্ট) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ডে শিশু দুটির জন্ম হয়।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেরপুর জেলার ২০ বছর বয়সী এক গৃহবধু প্রসব ব্যথা নিয়ে মমেক হাসপাতালের গাইনি ও লেবার ওয়ার্ডে ভর্তি হন। বিকেলের দিকে অস্ত্রপ্রচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

‘অস্ত্রপ্রচারের মাধ্যমে ওই গৃহবধুর পেট থেকে বুক জোড়া লাগানো দুই মাথা, দুই পা ও চার হাতওয়ালা মৃত শিশু দুটিকে বের করে আনা হয়। জন্মের পর শিশু দুটিকে তার বাবা নিয়ে গেছেন। ওই গৃহবধু সুস্থ আছেন।

এসএএইচ

 

 



https://ift.tt/wRgGBsK
from jagonews24.com | rss Feed https://ift.tt/ygIYXkd
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url