অবশেষে অফিস করলেন ইসি আনিছুর

পাঁচ কার্যদিবস অনুপস্থিত থাকার পর অবশেষে নিজ কার্যালয়ে গেলেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার পর অফিস যাওয়া থেকে বিরত ছিলেন তিনি।

এসময় তিনি ছুটিও নেননি। জানাননি অনুপস্থিতি হওয়ার কারণ। এজন্য তিনি পদত্যাগ করছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়।

তবে রোববার (১৬ অক্টোবর) সকালে তিনি রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে যান। এরপর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য তিন কমিশনার বেলা সাড়ে ১১টার দিকে আনিছুর রহমানের কার্যালয়ে যান। প্রায় ঘণ্টাখানেক তারা সেখানে আনিছুর রহমানের সঙ্গে কথা বলেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমানের একান্ত সহকারী শাহ মো. কামরুল হুদা।

jagonews24

এর আগে ৮ অক্টোবর ৬৪ জেলার ডিসি ও পুলিশ সুপারের সঙ্গে ইসির বৈঠক হয়। সেখানে আনিছুর রহমানের এক বক্তব্যের কারণে ডিসি-এসপিরা হইচই শুরু করেন। কিন্তু তাদের এ কাণ্ডের কোনো ব্যবস্থা নেয়নি সরকার ও নির্বাচন কমিশন। এজন্য উষ্মা প্রকাশ করে সেদিন থেকে অফিস করছিলেন না আনিছুর রহমান।

আসন্ন জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ওই বৈঠক হয়। বৈঠকে জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর প্রসঙ্গ তুলেন ডিসি-এসপিরা। এসময় ক্ষোভ প্রকাশ করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। একই সঙ্গে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনে তিনি আচরণবিধি পালনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার বিষয়টি তুলে ধরেন। এরপরই আনিছুর রহমানের বক্তব্যের বিরোধিতা করে হইচই করতে থাকেন ডিসি-এসপিরা। একপর্যায়ে এই কমিশনার ডায়াস ছেড়ে নিজ আসনে ফিরে যান।

তারপর থেকেই তিনি অফিস করা বন্ধ করে দিয়েছিলেন। এরপর এ বিষয়ে জানতে চাইলে আনিছুর রহমান জাগো নিউজ বলেছিলেন, আমার অফিস, আমি যেদিন খুশি যাবো। এ নিয়ে এত কথা বলার কি আছে।

আপনি পদত্যাগ করছেন কি না- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, না। এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।

এইচএস/জেডএইচ/



https://ift.tt/wEJ6nPM
from jagonews24.com | rss Feed https://ift.tt/s20oc5d
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url