বিয়ের পিঁড়িতে বসছেন সংগীতশিল্পী প্রীতম হাসান

নতুন প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটলে তাদের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

গায়েহলুদের অনুষ্ঠানে প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের পরিবারের সদস্য ও তাদের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। শুক্রবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

প্রীতম-শেহতাজের গায়েহলুদের অনুষ্ঠানে তোলা কয়েকটি ছবি অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ফেসবুকে পোস্ট করেছেন। এর একটি ছবিতে দেখা গেছে শেহতাজের মেহেদিরাঙা হাতে প্রীতমের নাম লেখা রয়েছে। অন্য একটি ছবিতে শেহতাজকে মেহেদি দিয়ে দিচ্ছেন সুনেরাহ। এছাড়া আরেকটি ছবিতে হলুদ পাঞ্জাবি পরা অস্থায় প্রীতমকে দেখা গেছে।

jagonews24

জানা গেছে, বছর পাঁচেক আগে ‘জাদুকর’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর কল্যাণে প্রীতমের সঙ্গে শেহতাজের পরিচয় হয়। শেহতাজ এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন। সেই থেকে ভালোলাগা, এই ভালোলাগা ভালোবাসায় গড়িয়ে প্রণয়ে রূপ নিয়েছে।

উল্লেখ্য, প্রীতম হাসান বাংলা গানের অন্যতম শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর সন্তান। তার বড় ভাই সংগীতশিল্পী প্রতীক হাসান।

এমএমএফ/ইএ



https://ift.tt/6uwGaLH
from jagonews24.com | rss Feed https://ift.tt/yR7JHB1
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url