আবারও ৫ উইকেট নাবিল সামাদের

নাবিল সামাদের স্পিন ঘূর্ণি অব্যাহতই রয়েছে। প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ৫ উইকেট পাওয়া সিলেটের এ বাঁ-হাতি স্পিনার দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে আবারও ৫ উইকেট দখল করেছেন। বিকেএসপিতে এক নম্বর টায়ারের ম্যাচে নাবিল সামাদের (৫/৩৬) জাদুকরি স্পিন ঘূর্ণির মুখে মাত্র ১২৮ রানে শেষ হয়েছে ঢাকার প্রথম ইনিংস।

ঢাকার প্রতিষ্ঠিত ও নামী ব্যাটারদের সবাই ব্যর্থতার মিছিলে যোগ দিয়েছেন। রনি তালুকদার সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া মজিদ ১২, সাইফ হাসান ১২, রকিবুল হাসান ১৮, অধিনায়ক তাইবুর রহমান শূন্য, শুভাগত হোম ৪ ও নাদিফ চৌধুরী ১৯ রানে আউট হয়েছেন।

ঢাকাকে ১৩০-এর নিচে আটকে জবাবে দিন শেষে সিলেটের সংগ্রহ ২ উইকেটে ৫৯। ওপেনার ইমতিয়াজ তান্না ৯ আর তৌফিক করিম শূন্য রানে ফিরে গেলেও অমিত হাসান (২৪) আর অধিনায়ক জাকির হাসান (২৩) উইকেটে থেকে সিলেটকে সামনে এগিয়ে নেয়ার আশা দেখাচ্ছেন। দেখা যাক, কাল মঙ্গলবার কতদুর যায় সিলেট?

ঢাকা প্রথম ইনিংস: ১২৮/১০, ৬৩.১ ওভার (মজিদ ১২, রনি তালুকদার ৩৭, সাইফ হাসান ১২, রকিবুল ১৮, তাইবুর রহমান ০, শুভাগত হোম ৪, নাদিফ ১৯, অংকন ৪, সুমন খান ১০, নাবিল সামাদ ৫/৩৬, খালেদ ২/২৫, আবু জাইদ রাহি ২/৪২)।

সিলেট প্রথম ইনিংস: ২ উইকেটে ৫৯, ২৪ ওভার (ইমতিয়াজ ৯, তৌফিক ০, অমিত হাসান ২৪ ব্যাটিং, জাকির হাসান ২৩ ব্যাটিং, সুমন খান ১/১৫, নাজমুল ১/১৯)।

এআরবি/আইএইচএস



https://ift.tt/Ibf8OHL
from jagonews24.com | rss Feed https://ift.tt/WEmq2SF
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url