ঢাকায় এসেও ব্যর্থ তামিম-মুমিনুল

ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেটের কাছে হার মানার পর ঢাকার শেরে বাংলায় রংপুরের বিপক্ষেও শুরু ভাল হয়নি তারকায় ঠাসা চট্টগ্রামের।

আজ সোমবার শুরু হওয়া জাতীয় লিগের এক নম্বর টায়ারের ম্যাচে রংপুরের বিপক্ষেও শুরুতে বিপর্যয়ের মুখে তামিম ইকবাল, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, ইরফান শুক্কুররা।

আলাউদ্দীন বাবু, মুশফিক হাসান আর মুকিদুল ইসলামের সাঁড়াসি পেস আক্রমণের মুখে মাত্র ১২৬ রানে শেষ হয়ে গেছে চট্টগ্রামের প্রথম ইনিংস। একজন ব্যাটারও মাথা তুলে দাঁড়াতে পারেননি। তামিম স্বচ্ছন্দে খেলতে খেলতে সকালে ২৪ বলে ১৯ রানে সাজঘরে ফিরেছেন। রংপুরের পেসার মুশফিক হাসানের বলে অনসাইডে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন দেশের এক নম্বর ওপেনার।

‘এ’ দলের হয়ে ভারত সফর বিলম্বিত হওয়ায় জাতীয় লিগের এ রাউন্ডে খেলার সুযোগ পেয়ে ব্যাট হাতে ব্যর্থ চট্টগ্রামের দুই প্রতিষ্ঠিত ব্যাটার মুমিনুল হক আর মাহমুদুল হাসান জয়। জয় ১১ আর মুমিনুল ১৩ রানে আউট হয়েছেন। এছাড়া অধিনায়ক ইরফান শুক্কুরের সংগ্রহ ছিল ১২।
বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদের ব্যাট থেকে আসে সর্বাধিক ২৩ রান। তামিমকে বোল্ড করা তরুণ পেসার মুশফিক হাসান আর মুকিদুল ইসলাম মুগ্ধ তিনটি করে উইকেট পেয়েছেন। আলাউদ্দীন বাবুর ঝুলিতে জমা পড়েছে ২ উইকেট। জবাবে রংপুর দিন শেষ করেছে ৩০ রানে পিছিয়ে থেকে। রংপুরের সংগ্রহ ২ উইকেটে ৯৬ রান।

চট্টগ্রাম প্রথম ইনিংস: ১২৬/১০, ৫০ ওভার (তামিম ইকবাল ১৯, মাহমুদুল হাসান জয় ১১, সাব্বির হোসেন ১৩, মুমিনুল হক ১৩, ইরফান শুক্কুর ১২, হাসান মুরাদ ২৩, আহমেদ শরীফ ১০, আলাউদ্দীন বাবু ২/২৯, মুশফিক হাসান ৩/৪৬, মুকিদুল ইসলাম ৪/৩৩)।

রংপুর প্রথম ইনিংস: ৯৬/২, ৩২ ওভার (জাহিদ জাভেদ ১৩, আব্দুল্লাহ আল মামুন ৩১, তানবির হায়দার ২৯ ব্যাটিং, নাইম ইসলাম ১৯ ব্যাটিং; মেহেদি ১/৩৬, ইয়াসিন আরাফাত ১/২৩)।

এআরবি/আইএইচএস



https://ift.tt/Ibf8OHL
from jagonews24.com | rss Feed https://ift.tt/9GMJpbI
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url