মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মনির হোসেন মোল্লা (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরও ১০ জন। তাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এর আগে বিকেলে মুন্সিগঞ্জ সদরের আধার ইউনিয়নের শোলারচর ও বকুলতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনির স্থানীয় বকুলতলা এলাকা মোতালেব মোল্লার ছেলে।

jagonews24

স্থানীয় সূত্রে জানা যায়, আধারা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ হোসেন ও গত ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক মোল্লার সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অলি হোসেন সরকার গ্রুপের বিরোধ চলছিলো।

এ বিরোধকে কেন্দ্র করে সোমবার বিকেলে শোলারচর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পরে দু’পক্ষ। সংঘর্ষ ছড়িয়ে পরে পাশের বকুলতলা এলাকায়ও। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দু’পক্ষ। এসময় আব্দুল হক মোল্লা ও সুরুজ গ্রুপের লোকজন গুলি চালালে গুলিবিদ্ধ পথচারী মনির হোসেন মোল্লাসহ অলি হোসেন গ্রুপের অন্তত ১০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। এর মধ্যে রাতে মারা যান মনির হোসেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল। একজনের চোখে গুলির আঘাত লেগেছে। তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে ও অপর গুরুত্বর আহত সহ ১০ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, ঢাকা মেডিকেলে একজন মৃত্যুর কথা শুনেছি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরাফাত রায়হান সাকিব/জেডএইচ



https://ift.tt/Arsn3zV
from jagonews24.com | rss Feed https://ift.tt/EIGzFNQ
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url