‘ডাটাবেজ সিস্টেম’ ব্যবহারে সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহের প্রস্তাব

নিরাপদ সড়ক ও ট্রাফিক পরিবেশ উন্নয়নে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের (ডিআরএসপি) গত ছয় মাসের অগ্রগতি এবং কার্যপরিকল্পনা তুলে ধরে এতে তিনটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে ডিআরএসপি প্রকল্পের যৌথ সমন্বয় কমিটির দ্বিতীয় সভায় এ তথ্য জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

চলতি বছরের মার্চ মাস থেকে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) কারিগরি সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ডিএমপি।

ডিআরএসপি প্রকল্পের কার্যক্রম নিয়ে উপদেশ ও নির্দেশনা দেওয়ার জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), ঢাকা ট্রান্সপোর্ট কো-অরডিনেশন অথরিটি (ডিটিসিএ), ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধিদের নিয়ে যৌথ সমন্বয় কমিটি (জেসিসি) গঠন করা হয়েছে।

ডিআরএসপি প্রকল্পের অগ্রগতিগুলো হলো-

>> ডিএমপি এবং অন্যান্য স্টেকহোল্ডাররা প্রতিনিয়ত সড়ক নিরাপত্তা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এর পরিপ্রেক্ষিতে, প্রকল্পটি আগামী ছয় মাসের মধ্যে স্কুলকেন্দ্রিক একটি ব্যবহারিক এবং অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রম (পিপিইপি) এবং সড়ক নিরাপত্তা সচেতনতার জন্য পোস্টার স্লোগান তৈরির জন্য প্রতিযোগিতা প্রবর্তন করার প্রস্তাব করেছে।

>> ডিআরএসপি পর্যবেক্ষণ করেছে, বর্তমানে সব সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হয় না। প্রকল্পটি মাঠ পর্যায়ে উদ্ভাবনী পদ্ধতির সহায়তায় একটি আধুনিক ডাটাবেজ সিস্টেম ব্যবহারের মাধ্যমে সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করার প্রস্তাব করেছে।

>> সড়ক নিরাপত্তা, বিধিবিধান এবং আইন-কানুন সম্পর্কিত চারটি পাইলট প্রকল্পের ধারণা জেসিসি সদস্যদের সঙ্গে ভাগ করা হয়েছে। এবং সদস্যরা সম্ভাব্যতা যাচাই করার জন্য এগিয়ে যেতে সম্মত হয়েছেন।

জেসিসি সদস্য সংস্থাগুলোর সঙ্গে মিলে ডিএমপি নিরাপদ সড়ক পরিবেশ তৈরিতে সহায়তা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জাইকা বাংলাদেশ অফিসের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ তারো কাটসুরাই। সভায় জেসিসির সদস্যরা ভবিষ্যতে আরও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন এবং ডিআরএসপি কার্যক্রমের জন্য পরামর্শ দেন।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে পরবর্তী জেসিসি সভায় ডিএমপি কর্মকর্তাদের দ্বারা পরিকল্পিত কার্যক্রমের অগ্রগতি উপস্থাপনার প্রত্যাশায় সভাটি শেষ হয়।

টিটি/এমএইচআর



https://ift.tt/2yQKBjH
from jagonews24.com | rss Feed https://ift.tt/4VoYB5E
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url