কোপাতে ব্রাজিলকে ফেবারিট বলেছিল, এবার ফ্রান্সকে বলছে: মার্টিনেজ

রাত পোহালেই বিশ্বকাপ ফাইনাল। ৮ বছর পর আবারো বিশ্বকাপের ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা ও মেসি। তবে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের জন্য এটি প্রথম বিশ্বকাপ ফাইনাল। কিন্তু দলের সঙ্গে তিনি যেভাবে অঙ্গাআঙ্গিভাবে জড়িত তাতে কে বলবে তিনি এতটা কম অভিজ্ঞ!

কোপাতে তার দৃঢ়তাতেই আর্জেন্টিনা জিতেছিল শিরোপা। সেবার ব্রাজিলে কোপা হওয়াতে সবাই ব্রাজিলকেই ফেবারিট বলেছিল আর এবার বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স হওয়াতে সবাই ফ্রান্সকেই বিশ্বকাপ জয়ের জন্য ফেবারিট ভাবছে বলে মন্তব্য করেছেন এমি মার্টিনেজ।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নামার আগে এক সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, ‘ব্রাজিলের মারাকানাতে ফাইনালে ব্রাজিলকেই ফেবারিট বলেছিল সবাই, এবার বলছে ফ্রান্সকে। এটা আমাদের জন্য সুবিধাজনকই বলা যায় তবে আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড় আছে।’

jagonews24

ফ্রান্সের বিপক্ষে কৌশল নিয়ে মার্টিনেজ বলেন, ‘আমরা তাদের খেলা দেখেছি, তারা আমাদের চরম প্রতিপক্ষও বটে। এমবাপে অসাধারণ একজন ফুটবলার, তাদের দলটাও দারুণ। আমরা জানি সে সামনাসামনি কতটা ভয়ঙ্কর। আমরা আমাদের খেলাটাই খেলবো।’

এমি মার্টিনেজ সবসময়েই মেসির জন্য নিজেকে উজাড় করে দিতে চেয়েছেন। ফাইনালের আগেও সেটি আরেকবার মনে করিয়ে দিলেন, ‘আমি তাকে অন্য আর্জেন্টাইনদের মতই সুখী দেখছি। আমি কোপা আমেরিকাতে অসাধারণ মেসিকে দেখেছিলাম, এবার বিশ্বকাপে তার চেয়েও অসাধারণ খেলছেন তিনি। তাকে বেশ উপভোগ করতে দেখছি যা দলের জন্য ভালো।’

আরআর/এমআরএম



https://ift.tt/bydJzLR
from jagonews24.com | rss Feed https://ift.tt/MOKCYBk
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url