বিএনপির দপ্তরের দায়িত্বে প্রিন্স

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আটক হওয়ায় দলটির দপ্তরের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে।

বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে এদিন রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও বিএনপি নেতা আব্দুস সালামসহ প্রায় ৩৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: রিজভী-আমানসহ বিএনপির ৩৫ নেতাকর্মী আটক

বিকেল সাড়ে ৫টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে তাদের আটক করা হয়।

তারও আগে দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও ২০ জন আহত হন।

কেএইচ/ইএ



https://ift.tt/mZ8ETqG
from jagonews24.com | rss Feed https://ift.tt/60hHC7a
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url