শেষ হলো সংসদের ২১তম অধিবেশন

দশটি বিল পাস বা আইন প্রণয়নের মাধ্যমে শেষ হয়েছে জাতীয় সংসদের ২১তম নতুন বছরের প্রথম অধিবেশন। এ অধিবেশনে ২৬ কার্যদিবস ছিল। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের নির্দেশনা পড়ে শোনান।

এ অধিবেশনে বিএনপির পদত্যাগের ফলে শূন্য ঘোষিত ৬টি সংসদীয় আসন থেকে উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা যোগ দেন। স্পিকার সংসদে তাদের স্বাগত জানান এবং শুভেচ্ছা বক্তব্য রাখার সুযোগ দেন।

করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে গত ৫ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় শুরু হয়েছিল এ অধিবেশন। এর আগে ১৯৭১ সালে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদত্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের ভাষণটি সংসদে শোনানো হয়।

এর আগে সংসদ নেতা শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতে জানান, এ অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সংবিধানের বিধান মোতাবেক এ সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর চিফ হুইপ আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর ২০৯ জন এমপি আলোচনা করেছেন।

৪০ ঘণ্টা ২৭ মিনিট সময় এ আলোচনা অনুষ্ঠিতহয়। এছাড়া ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এ অধিবেশন চলাকালে চলতি সংসদের সদস্য চট্টগ্রামের মোছলেম উদ্দিন আহম্মেদ ইন্তেকাল করেন। তিনি আরও বলেন, এ অধিবেশনে ১৯টি বিল উত্থাপিত হয়েছে। ১০টি বিল পাস হয়েছে। একটি অধ্যাদেশও উত্থাপিত হয়েছে।

করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে গত ৫ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় শুরু হয়েছিল এ অধিবেশন।

এইচএস/এমআইএইচএস



https://ift.tt/d9e18Ut
from jagonews24.com | rss Feed https://ift.tt/8YVny1G
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url