ডিএনসিসির মহাখালী কার্যালয়ে দালালের দৌরাত্ম্য, অভিযানে দুদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মহাখালী অঞ্চল-৩ কার্যালয়ে দালালকে অতিরিক্ত টাকা দিলেই দ্রুত মেলে নতুন ট্রেড লাইসেন্স করা ও নবায়ন। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে এমন অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্স ইউনিট।

সোমবার (৬ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট দল মহাখালীতে এ অভিযান পরিচালনা করে।

দুদকের জনসংযোগ দপ্তর জানায়, এনফোর্সমেন্ট টিম প্রথমে সেবাগ্রহীতার ছদ্মবেশে ট্রেড লাইসেন্স নবায়নের জন্য দপ্তরের নিচতলায় অবস্থিত সুপারভাইজারদের কক্ষে সেবা গ্রহণের পদ্ধতি জানতে চাইলে সে কক্ষেই অবস্থানকারী কয়েকজন দালালের সঙ্গে এ বিষয়ে কথা বলতে বলে। সে সময় দালালরা লাইসেন্স নবায়ন কাজের জন্য নির্ধারিত ফির অতিরিক্ত ৬ হাজার টাকা দাবি করেন এবং নির্দিষ্ট সময়ের আগেই কাজ করে দিবেন বলে জানান।

পরে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-৩ কে দালালদের দৌরাত্ম্য ও সেবাপ্রার্থীদের ভোগান্তির বিষয়টি অবহিত করে এনফোর্সমেন্ট টিম। টিম সার্বিকভাবে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় টিম।

দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে সোমবার ৬ অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে ৪টি অভিযোগ ও ২ টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে।

এসএম/এমআইএইচএস



https://ift.tt/Ofhpg5I
from jagonews24.com | rss Feed https://ift.tt/shYlgTc
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url