অস্ত্রোপচার লাগবে নেইমারের, মাঠের বাইরে ৩-৪ মাস

তার যে প্রতিভা আর সামর্থ্য ছিল, ক্যারিয়ারে আরও অনেক অর্জন থাকতে পারতো। কিন্তু নেইমারকে পুরো ক্যারিয়ারজুড়েই ভুগিয়েছে ইনজুরি। ব্রাজিলিয়ান সুপারস্টারের এই দুর্বলতার সুযোগ নিয়েছে প্রতিপক্ষরা। যখনই তাকে থামাতে ব্যর্থ হয়েছে, করেছে আঘাত।

একের পর এক চোট তাই নেইমারের সঙ্গী হয়েই আছে। সর্বশেষ ইনজুরিতে পড়েছেন গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে খেলতে গিয়ে। ওই ম্যাচে প্রতিপক্ষের এক ট্যাকেলে গোড়ালি মচকে যায় নেইমারের।

ওই ম্যাচে পিএসজি ৪–৩ ব্যবধানে জেতে। গোড়ালি যেভাবে উল্টে যেতে দেখা গেছে, তখনই বোঝা যাচ্ছিল, নেইমারের চোট বেশ গুরুতর।

jagonews24

এবার ক্লাব পিএসজির পক্ষ থেকে জানানো হলো, চোটের জন্য নেইমারের অস্ত্রোপচারই করানো লাগবে। ফলে আগামী ৩ থেকে ৪ মাস মাঠে নামতে পারবেন না তারকা এই ফরোয়ার্ড।

এরই মধ্যে ২৫ মার্চ মরক্কোর বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য নেইমারকে বাদ দিয়ে দল ঘোষণা করেছেন ব্রাজিল জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচ রেমন মেনেজেস।

এমএমআর/এমআইএইচএস



https://ift.tt/VrdOKaH
from jagonews24.com | rss Feed https://ift.tt/LW46p0g
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url